নিহাদ হোসাইন
হে রূপসী সুনয়নী জানো কি তুমি,
তোমায় পেতে কত কাটে আমার নিদ্রাহীন রজনী?
তুমি কি জানো তোমার অবাস্তব প্রতিবিম্ব জানান দেয় বারবার?
তুমি অন্য কারো নও কেবলই আমার।
এই মন কতবার তোমায় চায় কাছে, সুখে দুঃখে কিংবা পরমানন্দে,
তুমি কি জানো তা?
এই মন খুজে তোমায় ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা প্রানিবিজ্ঞানে।
তুমি আমায় ভালোবাসলে তো জানার কথা!
তুমি যদি একবার জানতে চেষ্টা করো তোমায় ভালোবাসি কত?
আমি এক গরিব প্রেমিক প্রিয়া, শাহজাহান নই।
তবে জীবন দিতে পারি তোমার তরে, যদি পাই শত!