মোহাম্মদ তাজুল ইসলাম
তুমি যে আর কারো না
আর কারো না
ওগো প্রিয় তমা ওগো প্রিয় তমা
তুমি আমার প্রথম দেখা
মিষ্টি মুখের আবাসন
তোমার বুকে জেগে আছে
আমার মনের সুখাসন
তুমি যে আর কারো না
আর কারো না।
তোমার প্রেমে পাগল আমি
হয়ে দিশে হারা
জগৎ ঘুরে খুঁজি আমি হয়ে পাগল হারা
ওগো প্রিয় তমা ওগো প্রিয় তমা।
তুমি যে আর কারো না আর কারো না
অন্তর আমার রহিল খালি
তোমার সঙ্গের সাথী
দেখা হইলে হইবে পূরণ
আশায় রহিলাম আমি আশায় রহিলাম আমি।
যে দিন তোমার হবে দেখা
পূরণ হবে আমার আশা
জগৎ তখন জানবে শুধু
আমার প্রেম যে বড়ই খাঁটি
ওগো প্রিয় তমা ওগো প্রিয় তমা
তুমি যে আর কারো না আর কারো না।