• মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
  • arbnende

রাজশাহী থেকে বিনা ভাড়ায় আম আনার প্রতিশ্রুতি ডাকবিভাগ

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২০

করোনায় কোপে আমের রাজধানী খ্যাত রাজশাহীর আম ও আম ব্যবসায়ীদের ক্ষতি থেকে বাঁচানো যায় সে লক্ষ্যে বিনা ভাড়ায় ঢাকায় আম নিয়ে যাচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। কৃষকবন্ধু ডাক সেবার আওতায় এর মাধ্যমে কেবল ক্ষুদ্র ও মাঝারি চাষিরা আম পাঠাতে পারবেন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে রাজশাহীর পুঠিয়ার এক আম চাষির ৫ টন আম ঢাকায় পাঠিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

এ সময় সচিব নুর উর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, করোনা পরিস্থিতিতে ডাক বিভাগের এই সেবা নিতে পারবেন ক্ষুদ্র ও মাঝারি আম চাষিরা। ডাকে ঢাকায় আম পরিবহনে আগ্রহী কৃষকদের নিজ নিজ উপজেলার ইউএনও ও উপজেলা কৃষি অফিসারের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামান বলেন, বিনা ভাড়ার এই সুযোগ আপাতত ঢাকা পর্যন্ত থাকছে। পরে চাহিদার কথা বিবেচনা সেবার পরিসর বাড়াতে পারে ডাক বিভাগ। সেবা পেতে উপজেলা নির্বাহী অফিসার এমনকি কৃষি অফিসারের দফতরে আগ্রহীদের যোগাযোগ করতে বলেন ইউএনও।

এর আগে প্রথমবারের মতো আম পরিবহনে যুক্ত হয় বাংলাদেশ রেলওয়ে। মাত্র দেড় টাকা কেজি ভাড়ায় আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আম ঢাকায় পৌঁছে দেবে রেলওয়ে। আর রাজশাহী থেকে ভাড়া গুনতে হবে এক টাকা ৩০
পয়সা।

সর্বশেষ সুপার সাইক্লোন আম্ফানে এই অঞ্চলের প্রচুর পরিপক্ক আম ঝরে গেছে। ঝড়ে টিকে থাকা আম উঠতে শুরু করেছে বাজারে। এখন বাজারে মিলছে গোপালভোগ, রানীপছন্দ, লক্ষণভোগ বা লখনা, হিমসাগর বা খিরসাপাত জাতের আম।

আঞ্চলিক কৃষি দফতরের হিসাবে, রাজশাহী অঞ্চলে এ বছর আম বাগান রয়েছে সব মিলিয়ে ৮০ হাজার ৩৬০ হেক্টর। এ থেকে উৎপাদন হতে পারে ৯ লাখ ৬৮ হাজার ৭৭০ টন আম। করোনার সময় এত আমের বাজারজাতকরণে ডাক বিভাগের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আম সংশ্লিষ্টরা।

সূত্র বলছে, বিভাগে সবচেয়ে বেশি আমবাগান রয়েছে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে। এই জেলায় ৩০ হাজার ৩৫ হেক্টর আম বাগান থেকে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৩৯ হাজার টন আম।

এবার সবেচেয়ে বেশি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে নওগাঁয়। বরেন্দ্রখ্যাত এই জেলায় ২৪ হাজার ৭৭৫ হেক্টর আমবাগান থেকে এবার আম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ২১ হাজার ৫৩৯ টন।

এছাড়া রাজশাহীতে ১৭ হাজার ১৭ হাজার ৬৮৬ হেক্টর বাগানে ২ লাখ ১০ হাজার ৯৪৭ টন এবং নাটোরে ৪ হাজার ৮৬৪ হেক্টরে ৬৭ হাজার ২৮৪ টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
June 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০