• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

যে কারণে টাইগারদের কোচ হতে আগ্রহী ছিলেন ভেট্টোরি

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২০

নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার তিনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। ড্যানিয়েল ভেট্টোরি মূলত হেড কোচ হিসেবেই কাজ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বা ব্রিসবেন হিটের মতো বড় ফ্র্যাঞ্চাইজি দলে। তার ওপরই ছিল দল চালানোর মূল দায়িত্ব।

এমন একজন হাইপ্রোফাইল কোচ বেশ খরুচে হলেও বাংলাদেশ ঠিকই ভেট্টোরির সঙ্গে চুক্তি করতে পেরেছে। বছরে ১০০ দিনের চুক্তিতে তিনি এখন টাইগারদের স্পিন কোচ। গুরুদায়িত্ব পালন করে যিনি অভ্যস্ত, কেন এখানে একটি বিভাগে কাজ করতে রাজি হলেন?

ভেট্টোরি জানালেন কারণ। মূলত স্পিনারদের সঙ্গে আলাদাভাবে কাজ করার সুযোগ হবে ভেবেই নাকি বাংলাদেশে আসতে আগ্রহ হয় তার । তিনি জানতেন, এখানে আসলে ভালোমানের কয়েকজন স্পিনার পাবেন ছাত্র হিসেবে।

‘ক্রিকবাজ’কে দেয়া এক সাক্ষাতকারে ভেট্টোরি বলেন, ‘আমি এই চাকরিটা মূলত নিয়েছি, কারণ আমি চাইছিলাম আলাদাভাবে স্পিনারদের সঙ্গে কাজ করতে। আমি আগে কাজ করেছি পুরো একটি দল নিয়ে। প্রায়ই মনে হতো, স্পিনারদের হয়তো অবহেলা করছি। কিন্তু আমি তো তাদের নিয়েই কাজ করতে চাই। সেইসঙ্গে আমি এটাও ভেবেছি, বাংলাদেশে যেসব স্পিনার দেখেছি তারা খুব ভালোমানের।’

স্পিনারদের মধ্যে তাইজুল ইসলামের আলাদা প্রশংসা করেন ভেট্টোরি। টাইগার স্পিন কোচের মতে, তাইজুল সামনের দিনগুলোতে বিদেশের মাটিতেও ভালো করতে পারবেন। এছাড়া তরুণ নাঈম হাসান, আমিনুল ইসলাম বিপ্লবদের নিয়েও উচ্ছ্বসিত ভেট্টোরি।

তিনি বলেন, ‘তাইজুল…নাঈমকে কিছুটা দেখেছি। আমি আসলেই এখানে দারুণ কয়েকজন স্কিলফুল স্পিনার দেখেছিলাম। তারপর টিম ম্যানেজম্যান্টের বাকিদের সঙ্গে কথা বললাম…রাসেল ডোমিঙ্গো বিপ্লবের মতো রিস্ট স্পিনারদের ওঠে আসা কথা বলছিলেন। তিনি এই স্পিনিং গ্রুপটা নিয়ে খুবই রোমাঞ্চিত।’

ভেট্টোরি যোগ করেন, ‘বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনারের বিশাল একটা ঐতিহ্য আছে। বিশেষ করে এখানকার স্পিনাররা খুব ভালো করে। তাই তাদের নিয়ে আমার অনেক বড় আশা। আমি মনে করি খুবই প্রতিভাবান একটা গ্রুপ। যখন ক্রিকেট মাঠে ফিরবে, তখনই কেবল আমরা তাদের উন্নতিটা দেখতে পাব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
June 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০